বায়েজিদে হ্যালো ছাত্রলীগের মশক নিধন কর্মসূচি

| শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০৯ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় মশা নিধনে হ্যালো ছাত্রলীগ, চট্টগ্রামের পক্ষ থেকে এম.মিয়াজী মাহফুজ আলম তোহার নেতৃত্বে মশক নিধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা স্বাধীনতা তথ্য প্রযুক্তি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির গাজী, বায়েজিদ বোস্তামী থানা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংগঠনিক সম্পাদক সাকিব চৌধুরী কামরুল, শাহীন আলম, জামিউল জিসন, শেখ রেজাউল আলম সাকিব, মোহাম্মদ রহমান, মোহাম্মদ ইমন, সুমন প্রমুখ। এম. মিয়াজী মাহফুজ আলম তোহা বলেন, হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আমরা হ্যালো ছাত্রলীগ, চট্টগ্রামের পক্ষ থেকে মশক নিধন কর্মসূচির আয়োজন করেছি। আমাদের প্রধান টার্গেট স্থানীয় বাসিন্দাদের আঙ্গিনা। তিনি সকলকে মশক নিধনে সচেতন হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআকবরশাহ থানা পূজা উদ্‌যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগং রোজভ্যালির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান