নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুচড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ আমির হোসেন উরফে সাগর (২২) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ব্যাব। গত শুক্রবার দুপুর দুইটায় তাকে গ্রেপ্তার করা হয়। রাতে ওই সন্ত্রাসীকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়। গতকাল (শনিবার) তাকে আদালতে পাঠানো হলে মহানগর হাকিম আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পিস্তল বাদেও একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিও উদ্ধারা করা হয়। গ্রেপ্তার হওয়া সাগর বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন চর পশ্চিম জাঙ্গালীয়া ডাইল বাড়ি গ্রামের মো. ফারুকের ছেলে। সে নগরীর বায়েজিদ বোস্তামাী এলাকার বালুচড়া কাসেম ভবনের ভাড়া বাসায় বসবাস করতো বলে জানিয়েছে র্যাব।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুছড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তার হওয়া আসামি জানিয়েছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করেছে। সে নিজে অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালায় বলেও স্বীকার করেছে।