নগরীর বায়েজিদ থানা এলাকার একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি গাড়ি আগুন নেভাতে কাজ করছে। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল পৌনে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমানের নেতৃত্বে আনোয়ারা গার্মেন্টসে আগুন নেভাতে বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১১টি গাড়ি কাজ করছে।