বায়েজিদে পাহাড় কাটার দায়ে দুইজনের বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানার ইসলামপুর মাঝেরঘোনা এলাকায় পাহাড় কাটার দায়ে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন বাদী হয়ে গত সোমবার বায়েজিদ থানায় মামলাটি দায়ের করেন। আসামিরা হচ্ছেন মাঝেরঘোনার মৃত আহমদ হোসেনের ছেলে মো. ইউচুপ আলী (৫৮) ও একই এলাকার দুদু মিয়ার ছেলে মো. শাহজাহান বাদশা (৪০)। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ঘটনাস্থলে পরিদর্শন করে সংস্থাটির একটি টিম। পরিদর্শন দলটির উপস্থিতি টের পেয়ে পাহাড় কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা পাহাড়ি রাস্তা বেয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সাথে কথা বলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানতে পারে, পাহাড় কাটার কাজ তদারকি করেন মো. ইউচুপ আলী। পরে ১৩ নভেম্বর শুনানিতে অংশ নিতে নোটিশ দিলেও আসেনি ইউচুপ। পরবর্তীতে ২৩ নভেম্বর আবারো শুনানি করা হয়। ওইদিন ইউচুপ জানান, জায়গাটি সরকারি খাস খতিয়ানভুক্ত। জঙ্গল ছিলিমপুর বহুমুখী সমবায় লিঃ এর মাধ্যমে মো. শাহজাহান বাদশা (প্রকাশ লাল বাদশা) ক্রয় করে এবং পাহাড় কেটে বাসযোগ্য করে তাহার ইউচুপের কাছে হস্তান্তর করেন। বাসযোগ্য করার জন্য আনুমানিক ৩০০০ ঘনফুট পাহাড় কাটা হয়। কিছুদিন ধরে জায়গাটি আবার বাসযোগ্য করার জন্য আনুমানিক ১৫০০ ঘন ফুট পাহাড় কাটা হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আলী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রস্তুতি সভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ