বায়েজিদে পলিথিন কারখানায় অভিযান, ৩৭৫ কেজি জব্দ

উৎপাদন বন্ধ রাখার নির্দেশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

নগরের বায়েজিদে খাজা এন্টারপ্রাইজ নামে একটি কারখানা থেকে ৩৭৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে পলিথিনগুলো জব্দ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বায়েজিদ বোস্তামী থানার ৩ নম্বর ওয়ার্ডের শাহজালাল আবাসিক এলাকায় খাজা এন্টারপ্রাইজ অবস্থিত। ওই কারখানা থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করার পাশাপাশি প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার জন্যও নির্দেশনা দেয়া হয়।

অভিযানে অংশ নেন চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান, মো. মনির হোসেন ও সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক। এ সময় পুলিশের একটি টিম উপস্থিত ছিল। অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে লিফলেট বিতরণ করা হয় ও জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালের পূর্ব গেট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার