বায়েজিদে ট্রাকের ধাক্কায় চবি ছাত্রী আহত

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানা এলাকায় ট্রাকের ধাক্কায় সানজিদা আক্তার নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ৩ জানুয়ারি বিকেলে বায়েজিদের কুলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সানজিদা চবির বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. কামরুল বলেন, ওই ছাত্রীকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন।
সানজিদার ভাই মো. তুষার জানান, সানজিদা বিশ্ববিদ্যালয় থেকে বায়েজিদে নামেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি আহত হন।

পূর্ববর্তী নিবন্ধচসিক নির্বাচনে ইসলামিক ফ্রন্টের প্রার্থীকে বিজয়ী করুন
পরবর্তী নিবন্ধতিন ইটভাটাকে ৬ লাখ ৮০ হাজার জরিমানা