রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান ফের খারাপ হতে শুরু করেছে। বাতাসের মান ২৬৩ নিয়ে বর্তমানে দূষিত শহরের শীর্ষে রয়েছে ঢাকা। অন্যদিকে বাতাসের মান ২৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংস্থা এয়ার ভিজ্যুয়াল এই প্রতিবেদন প্রকাশ করেছে। সংস্থাটি বৈশ্বিক বায়ুর মান পর্যবেক্ষণ করে থাকে। খবর বাংলানিউজের।
প্রতিবেদনে বলা হয়, বাতাসের মান ২১৬ নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয় ও ১৮৭ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা। এছাড়া বিশ্বে দূষিত শহরের তালিকায় পাঁচ নম্বরে ভারতের মুম্বাই, ছয় নম্বরে কুয়েত সিটি ও সাত নম্বরে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর। ইউক্রেনের কিয়েভ রয়েছে আট নম্বরে ও বিশ্বের নয় নম্বর দূষিত শহর হলো উজবেকিস্তানের তাসখান্দ। আর বিশ্বের ১০ নম্বর দূষিত শহর চীনের উহান।