বায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান

আনজুমনে ইত্তেহাদের সংবর্ধনায় এমপি নদভী

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৩:৪৪ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের দ্বি বার্ষিক সম্মেলন গতকাল শনিবার চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। দ্বি বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজন করা হয় গুণীজন ও দাতা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান। রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, ধর্ম ও কর্মের সমন্বয়ে একজন মানুষকে খাঁটি মুমিন মুসলমান রূপে গড়ে তোলা, ত্বরীকতের অনুসৃত পন্থায় মানবীয় গুণাবলী অর্জনের মাধ্যমে আধ্যাত্মিক ও নৈতিক বলে বলিয়ান করা-ই বায়তুশ শরফের মূল লক্ষ্য। বায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক বিশাল প্রতিষ্ঠান। গুণীজন ও দাতা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ মিয়া। আনজুমনে ইত্তেহাদের সদস্য অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন ও কাজী মাওলানা শিহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম, ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুহাম্মদ আমান উল্লাহ খান, মীর মুহাম্মদ আনোয়ার প্রমুখ। পরে আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আনজুমনে ইত্তেহাদের সভাপতি আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে দ্বি বার্ষিক সম্মেলনে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন আনজুমনে ইত্তেহাদের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ ইদ্রিছ মিয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিউনিসিপ্যাল মডেল স্কুলের ২০০২ ব্যাচের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধইদ্রিস বি কমের মতো ত্যাগী নেতা এখন বিরল