বায়তুশ শরফ জব্বারিয়া এতিমখানায় লায়ন্স ক্লাব প্লাটিনামের খাদ্য বিতরণ

| রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম প্লাটিনামের উদ্যোগে বায়তুশ শরফ জব্বারিয়া এতিমখানায় গতকাল শনিবার খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন কেবিনেট ট্রেজারার লায়ন আবু মোরশেদ। উপস্থিত ছিলেন জয়েন্ট ট্রেজারার লায়ন মাঈনুদ্দীন জিলাল, লায়ন সাব্বির আহমেদ, লায়ন কে,এম,মাহবুবুর রহমান আলমগীর, লায়ন এম, সরওয়ার খসরু, লায়ন ফরিদ আহমেদ মজুমদার, লায়ন পীযুষ তালুকদার, লায়ন ইঞ্জিনিয়ার এম,ডি আল মামুন, লায়ন তানহা নাজনীন, লায়ন শ্যামল কান্তি দে। সভাপতিত্ব করেন লায়ন আহমেদ সাঈফ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন লায়ন আব্দুল্লাহ আল হোছাইন। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ফরহাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে অসুস্থ শিল্পীর চিকিৎসার্থে চ্যারিটি শো ১৫ অক্টোবর
পরবর্তী নিবন্ধমুসলিম এডুকেশন সোসাইটির আজীবন সদস্যদের বৈঠক