করোনা মহামারীর প্রভাব সকল স্তরের পাশাপাশি পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থায়ও। সংক্রমণ এড়াতে গত ১৭ ই মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এলোমেলো হয়ে গেছে শিক্ষার সকল রুটিন। করোনা মোকাবেলার পাশাপাশি শিক্ষার এই স্থবিরতা কাটিয়ে উঠতে কাজ করছে সরকার।
সরকারের পাশাপাশি কিছু সংখ্যক শিক্ষক-শিক্ষিকা স্ব-উদ্যোগে বিভিন্ন অনলাইন স্কুলের পেইজ খুলে ক্লাস নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা করছেন। তেমনি একজন হলেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ সিকদারীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কালাম ফেরদৌসি শান্তা। নিজ বাসভবন থেকে অনলাইনে ক্লাস নেওয়ার পাশাপাশি বাড়িতে বাড়িতে গিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন তিনি। দেশের বিভিন্ন জেলার ১২টির মত অনলাইন স্কুলে ৪০টিরও বেশি পাঠদান দিয়েছেন সদ্য শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়া এই শিক্ষিকা। চট্টগ্রাম শহর থেকে বোয়ালখালী চরণদ্বীপ গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে গিয়েও পাঠদান দিয়ে আসছেন এই শিক্ষিকা। তিনি বলেন চরণ দ্বীপ এলাকায় আমার স্কুলের অনেক শিক্ষার্থীর পরিবার খুবই অসচ্ছল। তাদের স্মার্ট ফোন নেই। তাই আমি নিজ উদ্যোগে এই কার্যক্রম হাতে নিয়েছি, চেষ্টা করছি কিছু ভাল কাজ করার। সবাই যদি আমার মতো এগিয়ে আসে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় সুশিক্ষিত নাগরিক আমরাই তৈরি করবো।