বাহোপ জেলা শাখার অভিষেক ও সেমিনার

| রবিবার , ২১ মে, ২০২৩ at ৭:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) জেলা শাখার নতুন কার্যকরি কমিটির অভিষেক ও বিজ্ঞান সেমিনার অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে গত ১৯ মে নগরীর চকবাজারস্থ বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাহোপ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডা. আবদুল করিম। প্রধান আলোচক ছিলেন জেলার প্রধান উপদেষ্টা ডা. সালেহ আহমেদ সুলেমান। বিশেষ অতিথি ছিলেন ডা. অঞ্জন কুমার দাশ, ডা. মৃদুল কান্তি দে। ডা. মো. মহসীনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ডা. এনামুল হক এনাম। বক্তব্য রাখেন ডা. আবদুর রহমান, ডা. সাধন চন্দ্র পাল, ডা. ছালেহ জাহাঙ্গীর, ডা. প্রণব বিশ্বাস, ডা. মৃণাল কান্তি নাথ, ডা. সাকিনা আক্তার লাকী, ডা. এসএম রবিউল হোসাইন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. অনিমা পাল। শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ ডা. আবদুল করিম। বক্তব্য রাখেন ডা. এমএ গণি, ডা. অহিদ মোহাম্মদ আবদুল্লাহ, ডা. আবদুর রাজ্জাক, ডা. এমএ ফজল, ডা. কাবেরী দাশ, ডা. তাপস ভট্টাচার্য, ডা. ঘোষ আপন, ডা. এমএম ফয়েজ উল্লাহ আল ফারুক, ডা. আবু সাঈদ মোহাম্মদ নাছের, ডা. মোহাম্মদ কামরুল হাছান, ডা. রাহনুমা আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৪ ঘণ্টার অস্ত্রোপচারে আলাদা হলো জোড়ালাগা দুই শিশু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ফায়ার সার্ভিসের তাল গাছের চারা রোপণ কর্মসূচি