বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নির্বাচনে দায়িত্বরত ১০ জন প্রিসাইডিং, ৭৮ জন সহকারী এবং ১৫৬ জন পোলিং–সহ সকল কর্মকর্তা নিজ নিজ কেন্দ্রে চলে গেলেও ব্যালট পেপার যাবে আজ শনিবার ভোরে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন এম. বখতেয়ার উদ্দিন চৌধুরী (টেবিল ফ্যান), মোহাম্মদ জসীম উদ্দিন (আনারস), মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী (অটোরিকশা), দেলোয়ার আজিম (টেলিফোন), মোহাম্মদ নাছির উদ্দিন খাঁন (ঢোল), মামুনুর রশীদ চৌধুরী (মোটরসাইকেল), সাদুর রশিদ চৌধুরী (চশমা)। নির্বাচনে ১০টি ভোটকেন্দ্রে ৩১ হাজার ২৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে টেবিল ফ্যান প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম বখতেয়ার উদ্দিন চৌধুরী প্রকাশ করীম ভান্ডারীর নির্বাচনী অফিসে হামলা করে ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ উঠেছে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাদুর রশীদের সমর্থকদের বিরুদ্ধে। তবে গতকাল শুক্রবার অভিযোগ অস্বীকার করে চশমা প্রতীকের প্রার্থী সাদুর রশিদ চৌধুরী বলেন, এটা সাজানো। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে। প্রার্থীর চাচা মোহাম্মদ আবছারকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য সকল প্রস্তুতি রয়েছে। তাছাড়া এক প্রার্থীর অফিস ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে, তাতে একজন আটক রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম গত বছরের ২৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করলে পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়।