বাহরাইনে কারাগারে অনশনে ৫০০ বন্দি, পরিস্থিতি উদ্বেগজনক

| সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১২:১২ অপরাহ্ণ

বাহরাইনে কারাগারের বাইরে দৈনিক এক ঘণ্টা সময় দেওয়াসহ একাধিক দাবিতে অনশনে নেমেছে অন্তত ৫০০ বন্দি। এটিকে দেশটির ইতিহাসে বন্দিদের বড় ধরনের অনশন বলা হচ্ছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ আগস্ট থেকে বন্দিরা খাবার নিচ্ছেন না। আন্দোলনে যোগ দেওয়া বন্দির সংখ্যা আরও বেড়েছে। এতে পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে। বাহরাইনের নিষিদ্ধ বিরোধী দল আল ওয়াকফা বিবৃতিতে জানিয়েছে, কারাকক্ষের বাইরে সময় বাড়ানো, পরিবারের সঙ্গে দেখা করার ওপর বিধিনিষেধ প্রত্যাহার, শিক্ষা, সঠিক চিকিৎসাসহ বেশ কিছু দাবিতে ধর্মঘট শুরু করেন বন্দিরা। বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির (বার্ড) সাইয়েদ আলওয়াদাই এবং জাউ কারাগারের একজন সাবেক বন্দি জানান, এটি সম্ভবত বাহরাইন কারাগারে ঘটে যাওয়া সবচেয়ে শক্তিশালী ধর্মঘটগুলোর একটি।তাদের দাবি মেনে নেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে আসছিল বাহরাইন কর্তৃপক্ষ। নতুন করে আন্দোলনের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বন্দিদের প্রয়োজনীয় সুযোগসুবিধা না দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে সরকার। তাদের সুযোগসুবিধা নিশ্চিত করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। উপসাগরীয় ছোট দ্বীপ রাষ্ট্রটিতে ১২০০ জন রাজনীতিক কারাগারে বন্দি রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধব্যাট হাতে অনুশীলনে ফিরলেন তামিম ইকবাল
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫.৯৮ কোটি টাকা