বাসের লাইটবক্সে ৬ হাজার ইয়াবা

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে যাত্রীবাহী বাসের লাইটবঙের ভেতর লুকিয়ে রাখা ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এ সময় বাসটি জব্দ করা হয়। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদর এলাকা থেকে ইয়াবাসহ বাসটি জব্দ করা হয়।

আটককৃতরা হলো, ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের কাউতলী গ্রামের মো. মিরাজ হোসেনের ছেলে সাইফুল ইসলাম শাকিল (২৫) ও একই জেলার সদর উপজেলার বিরঞ্চি এলাকার মৃত নুরুল করিমের ছেলে শেফায়েত (২৩)

মীরসরাই থানার অফিসার্স ইনচার্জ মো. কবির হোসেন বলেন, ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে সিডিএম বাসটিকে থামানো হয়। তল্লাশিকালে গোপন সংবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাসের পেছনের লাইটবক্সের ভেতর লুকানো অবস্থায় ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়। ওসি আরও বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় টিউবওয়েল নিয়ে মারামারিতে নিহত ১
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু