বাসের নিচে চাপা পড়ে প্রাণ গেলো বিএনপি নেতার

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ৪:৪৪ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার নিজ বাড়ির পাশে এসে বাসচাপায় প্রাণ গেলো স্থানীয় এক বিএনপি নেতার। গতকাল শুক্রবার সকাল ৮টায় ঢাকাচট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া দক্ষিণ বাইপাস এলাকার চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল আলম (৪৮) মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কামরুল বড়তাকিয়া বাইপাস এলাকায় একটি বাস থেকে নেমে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী বাস আরেকটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি বাসের নিচে চাপা পড়েন। এ ঘটনায় বাসে থাকা ২০ যাত্রী আহত হন। মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন বলেন, কামরুল ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। বাস থেকে নেমে মহাসড়কের পাশ দিয়ে একটু সামনে গিয়ে মহাসড়ক পার হয়ে বাড়ির পথে যাবার কথা ছিল। কিন্তু সেই বাড়িতে আর জীবিত ফিরতে পারলেন না। ঘাতক বাস মুহূর্তে কেড়ে নিলো তার প্রাণ। কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আলমগীর জানান, কামরুল আলম নামের একজন রাস্তা পার হওয়ার সময় একটি বাস আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে তিনি বাসচাপায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কাভার্ডভ্যান ও বাস পুলিশ হেফাজতে আছে।

পূর্ববর্তী নিবন্ধআগস্টেই শুরু রামগড় ইমিগ্রেশনের কার্যক্রম
পরবর্তী নিবন্ধযুবকের বিচক্ষণতায় অপহরণকারীর হাত থেকে রক্ষা পেল শিশু