বাসার নিচে দুই হাজার গ্যাস সিলিন্ডার মজুদ

বড়পোলে ৫০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

নগরীর বড়পোল এলাকায় মোহাম্মদ মনজুর আলম ট্রেডার্স নামের এক গ্যাস সিলিন্ডার ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াছমিন এই জরিমানা করেন। আগামী ১৫ দিনের মধ্যে অন্য নিরাপদস্থানে এসব সিলিন্ডার সরিয়ে নেওয়ার পাশাপাশি বিস্ফোরক লাইসেন্স সংগ্রহের জন্য আবেদন করার বিষয়ে মুচলেকাও নেন ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিস্ফোরক অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। বিস্ফোরক অধিদপ্তর চট্টগ্রামের সহকারি বিস্ফোরক পরিদর্শক মুহাম্মদ মেহেদী ইসলাম খান বলেন, ‘বড়পোলের কে এম টাওয়ারর নীচ তলায় সিলিন্ডার মজুদ করে ব্যবসা করছিলেন মনজুর আলম নামের এক ব্যক্তি। পাঁচতলার ভবনটির নীচতলায় প্রায় দুই হাজার সিলিন্ডার মজুদ করা হয়েছিল। গত দুই সপ্তাহ আগে আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। সত্যতা পাওয়ার জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা বৃহস্পতিবার অভিযান চালিয়েছি। মোহাম্মদ মনজুর আলম ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াছমিন। তাদের কাছ থেকে ১৫ দিনের মধ্যে এসব সিলিন্ডার নিরাপদ জায়গা সরিয়ে নেওয়ার মুচলেখাও নেওয়া হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধশিশুদের স্কুলের পাশে গ্যাস সিলিন্ডারের ডিপো!
পরবর্তী নিবন্ধজামায়াত নেতা শামসুলসহ ৫৯ জনের বিচার শুরুর আদেশ