দীর্ঘদিন বাসাভাড়া দিচ্ছিলেন না, তাই তলপেটে লাথি মেরে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নয়ন চৌধুরী নামে এক যুবক। নয়ন কক্সবাজার জেলার মহেশখালী এলাকার বাসিন্দা।
গতকাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে নয়ন চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আরিফ হোসেন। তিনি বলেন, গত ৯ জানুয়ারি নয়ন চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটে। তলপেটে লাথি দিলে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। একপর্যায়ে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করায়। সেখানে আজকে (গতকাল) তার মৃত্যু হয়।
আরিফ হোসেন বলেন, নয়ন চৌধুরী পরিবার নিয়ে মুরাদপুরের মোমেনবাগ আবাসিক এলাকার সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির ভবনে ভাড়ায় ছিলেন। দীর্ঘদিন পার হলেও তিনি বাড়ির মালিককে ভাড়া দিচ্ছিলেন না। স্থানীয়ভাবে চেষ্টা করেও বাড়ির মালিক ভাড়া আদায় করতে পারেননি। একপর্যায়ে ঘটনার দিন ৭–৮ জন লোক নয়নের কাছে গিয়ে ভাড়া আদায়ে চেষ্টা করেন। এর মধ্যে একজন তার তলপেটে লাথি বসিয়ে দেন।
পুলিশ কর্মকর্তা আরিফ হোসেন আরো বলেন, প্রথমে শোনা গেছে, বাড়ির মালিকের জামাতা হোসেন উল ইসলাম কথা কাটাকাটির একপর্যায়ে নয়ন চৌধুরীর তলপেটে লাথি দিয়েছেন। পরে শোনা যাচ্ছে বাবু নামের একজন লাথিটি দিয়েছেন। আমরা ঘটনা তদন্ত করছি। ইতোমধ্যে হোসেন উল ইসলামকে গ্রেপ্তার করেছি। অন্যান্য যারা জড়িত তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।