বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার আয়োজনে গতকাল জেএমসেন হলে যষ্ঠীপূজার মাধ্যমে বাসন্তী পূজার সূচনা হয়। চন্ডীপাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রম চট্টগ্রামের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ। চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের সেকেন্ড সেক্রেটারি উদত ঝা।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ–চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, সাবেক সভাপতি দিলীপ কুমার মজুমদার, সহ–সভাপতি নিবাস দাশ (সাগর), সহ–সভাপতি কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চেয়ারম্যান অসীম কুমার দেব। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চট্টগ্রামের সকল সমপ্রদায়ের মানুষ অসামপ্রদায়িক চেতনার মাধ্যমে নিজ নিজ উৎসব শ্রদ্ধার সাথে পালন করছে। এজন তিনি সকলে প্রতি ধন্যবাদ ব্যক্ত করেন।
হাজারী লেইন দুর্গা মন্দির : হাজারী লেইন দুর্গা মন্দির প্রাঙ্গনে ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ও বসন্ত উৎসবের গতকাল সোমবার ষষ্ঠী পূজায় মায়ের মুখম্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে বোধনে মায়ের মুখম্মোচন করেন কাউন্সিলর জহর লাল হাজারী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লিটন দাশ, বিপ্ল্লব চৌধুরী প্রতাপ, অ্যাড. গৌতম হাজারী, প্রশান্ত পান্ডে, উৎপল দাশ, বলরাম চক্রবর্ত্তী, নিপু শর্ম্মা, তাপস দে, জয় চৌধুরী, বিশাল হাজারী, অভি চক্রবর্ত্তী প্রমুখ।