বাল্যবিবাহ ঠেকাতে একসঙ্গে কাজ করছে বাফুফে-ইউনিসেফ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১১:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশে বাল্যবিবাহ ঠেকানোর প্রবণতা যাতে আরো বৃদ্ধি পায়, বাল্যবিবাহের পরিমাণ আরো কমিয়ে আনা যায় সেজন্য যৌথভাবে কাজ করছে ইউনিসেফ এবং বাফুফে। কিভাবে বাল্যবিবাহ ঠেকানো যায় তার ওপর বুধবার অনুষ্ঠিত হয়েছে একটি ট্রেনিং প্রোগ্রাম। অনলাইন ফ্লাটফর্মে হওয়া এই ট্রেনিং প্রোগ্রামে বাফুফে ও ইউনিসেফের কর্মকর্তারা ছাড়াও অংশ নিয়েছেন বাফুফে ক্যাম্পের নারী ফুটবলাররা, নারী দলের কোচিং স্টাফ ও গ্রাসরুট পর্যায়ের আরো অনেক কোচ। বাফুফের মহিলা উইংয়ের চেয়ারপার্সন ফিফার কাউন্সিল মেম্বার এবং এএফসি ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ইউনিসেফের যৌথ উদ্যোগে আজ (বুধবার) অনুষ্ঠিত হয় চাইল্ড ম্যারেজ প্রটেকশন ট্রেনিং প্রোগ্রাম। এই প্রোগ্রামে অংশগ্রহণ করে দেশের আঞ্চলিক পর্যায়ের ফুটবল কোচ এবং নারী ফুটবল দল ও কোচগন।’

পূর্ববর্তী নিবন্ধনিজেকে প্রমাণ করতে শান্তর এই সেঞ্চুরি নয়
পরবর্তী নিবন্ধকলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব