বালুচ লিবারেশন আর্মিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

| বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেন ছিনতাই কাণ্ডের দায় স্বীকার করা বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি এবং তাদের অপরেশন শাখা মাজিদ ব্রিগেডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। খবর বিডিনিউজের।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী এই বালুচ লিবারেশন আর্মি। পাকিস্তানের খনিজসমৃদ্ধ ওই অঞ্চলের গোয়াদার গভীর সমুদ্রবন্দর এবং বিভিন্ন প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, গত মার্চে কোয়েটা থেকে পেশাওয়ার যাওয়া পাকিস্তানের জাফর এঙপ্রেস ট্রেন ছিনতাইয়ের দায় স্বীকার করে বালুচ লিবারেশন আর্মি। ওই ঘটনায় ৩১ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মী নিহত হন, তিনশর বেশি যাত্রীকে জিম্মি করা হয়। দুই দিন পর পাকিস্তানি সেনাবাহিনী অভিযান চালিয়ে যাত্রীদের উদ্ধার করে।

বালুচ লিবারেশন আর্মির দাবি ছিল, তারা বেসামরিক যাত্রীদের ছেড়ে দিয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের জিম্মি করেছিল। বেলুচিস্তানের সকল রাজনৈতিক বন্দির মুক্তির দাবি জানিয়েছিল তারা। জাফর এঙপ্রেসে ওই হামলার ঘটনা দুইদিন ধরে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবরের শিরোনামে ছিল। বালুচ লিবারেশন আর্মি ১৯৭০ এর দশকের গোড়ার দিক থেকে সক্রিয় হয়ে ওঠে।

সে সময় পাকিস্তানের ক্ষমতায় ছিল জুলফিকার আলি ভুট্টোর সরকার। পরে জেনারেল জিয়াউলহক ক্ষমতায় এসে বেলুচিস্তানের জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন। সেই আলোচনার পর সশস্ত্র বিদ্রোহের অবসান ঘটে, বালুচ লিবারেশন আর্মি অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার জেমসের সঙ্গে একই মঞ্চে মেহজাবীন মেহা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক যুদ্ধবিরতি আরও ৯০ দিন বাড়ল