নগরীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় অর্ধশত কাঁচাঘর। গতকাল শনিবার সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার বালুচড়া এলাকার বখতেয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন নিভানোর আগেই কলোনির বেশিরভাগ ঘর পুড়ে যায়। অগ্নি নির্বাপণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, জনৈক বখতেয়ারের মালিকানাধীন এ কলোনিতে এক ও একাধিক কক্ষের প্রায় অর্ধশত কাঁচাঘর ছিল। এসব ঘরে প্রায় অর্ধশত নিম্নআয়ের পরিবার ভাড়া থাকত। আগুনে সহায়-সম্পত্তি সব হারিয়ে নিম্নআয়ের এসব পরিবার এখন নিঃস্ব। যদিও গতকাল রাত ১১টায় এ প্রতিবেদন লেখার সময় আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত সাপেক্ষে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ। অবশ্য গ্যাসের চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে কলোনির মালিক বখতেয়ারের বরাতে তিনি জানান।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সন্ধ্যা ৬টার দিকে আগুনের খবর পেয়ে বায়েজিদ, হাটহাজারী, আগ্রাবাদ ও চন্দনপুরাসহ মোট ৫টি ফায়ার ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
এদিকে, আগুন নেভাতে গিয়ে হাসান মিয়া (২৩) নামে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হন। রাত সোয়া ৯টার দিকে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এ তথ্য নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আহত ওই কর্মীকে হাসপাতালের ১৩ নং ওয়ার্ডে ভর্তি দেয়া হয়েছে। তবে অনেকক্ষণ ধরে আগুন নির্বাপণের কাজ করতে গিয়ে ওই কর্মী ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েন বলে দাবি ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদের। রাত ১১টার দিকে তিনি জানান, ওই কর্মী ভালো আছেন।