বালিকা সদনে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের অনুদান

| সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১১:১৭ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের পক্ষ থেকে সার্ভিস প্রজেক্টের আওতায় আমবাগানস্থ চট্টগ্রাম বালিকা সদনের মেয়েদের শিক্ষার মাধ্যমে উন্নয়ন এ সহযোগিতা স্বরূপ শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম। প্রজেক্ট চেয়ার রোটারিয়ান তাসিন চৌধুরী চট্টগ্রাম বালিকা সদনের ফাউন্ডার মেম্বার ফারহাত কাশেম খাঁনের উপস্থিতিতে সেক্রেটারি জেনারেল তাসলিমা আহমেদের নিকট চেকটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের আইপিপি আমজাদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট সৈয়দা কামরুন নাহার, সদস্য শারমিন জাহান চৌধুরী, বালিকা সদনের কার্যকরি কমিটি সদস্য সানজিদা হক, সালেহা রহমাত আরা ও সুপারিন্টেন্ডেন্ট ফারহানা চৌধুরী প্রমুখ। বক্তারা রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নারী উন্নয়নে এ ধরনের কাজের ভূয়সী প্রশংসা করেন। ক্লাব সভাপতি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভা শেষ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখলিফা বাড়ির মিলনমেলা
পরবর্তী নিবন্ধনির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা