বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

মানিকছড়িতে বালতির পানিতে পড়ে মো. আনাস নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বাটনাতলী ইউনিয়নের বড়গ্রাম মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আনাস মো. আবু আহমেদের ছেলে।

পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মা ও পরিবারের লোকজন বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। এ সময় শিশুটি বাড়ির বাইরে থাকা রঙয়ের বড় বালতিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু আনাসকে বালতি থেকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযাগ না থাকায় আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপরিচ্ছন্নকর্মীর বড় অংশ কাজে অনিয়মিত
পরবর্তী নিবন্ধ‘জয় বাংলা’ স্লোগানে টিকটক, আটক ১২