বার্ন ইউনিট পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গোঁয়াছি বাগান এলাকায় ১৫০ বেডের বিশেষায়িত ‘বাংলাদেশচায়না ফ্রেন্ডশিপ বার্ন ইউনিট চট্টগ্রাম’ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান।

গতকাল সকালে তিনি বার্ন ইউনিট ছাড়াও চমেক হাসপাতালের ক্যান্সার ইউনিট ভবনের প্রকল্প কাজও পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চমেক হাসপতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুইপ্রু মারমা, চমেক হাসপতালের উপপরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইপিজেডে ব্যবসায়ী খুনের মামলায় অপর ব্যবসায়ীর মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধজয়শঙ্করের বক্তব্যের পাল্টা জবাব দিলেন তৌহিদ হোসেন