বারৈয়ারহাটে জিয়াউল হক (ক.) মাইজভাণ্ডারী স্মরণে সভা

| বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ১২:১৪ অপরাহ্ণ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি-বাংলাদেশ ফটিকছড়ির সকল শাখা কমিটির উদ্যোগে সমন্বয়কারীদের ব্যবস্থাপনায় মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক (ক.) মাইজভাণ্ডারীর ৯২তম খোশরোজ শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গত রোববার অনুষ্ঠিত হয়। বারৈয়ারহাটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা শাখার সমন্বয়কারী মুহাম্মদ হাফেজ আবুল কাসেম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ বক্তা ছিলেন শাহীনগর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন সৈয়দা রিফাত আকতার নিশু, আকতারুজ্জামান চৌধুরী বাবর। বক্তব্য রাখেন মাস্টার কবির আহমদ, জয়নাল আবেদীন জুলু, মো. আলমগীর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা শামসুল হুদা ছিলেন সুন্নিয়তের অতন্দ্র প্রহরী
পরবর্তী নিবন্ধপ্রযুক্তির সঠিক ব্যবহারে ইসলামকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে : বাবুনগরী