বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার সালানা জলসা আজ

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসা ও এতিমখানার ৫৩তম ‘সালানা জলসা’ আজ শনিবার। সকাল ১০টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে এই রূহানী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৫২ বছরের ঐতিহ্যের ধারক এই প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলে আজ দেশবরেণ্য শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, প্রথিতযশা বুযুর্গানে দ্বীন ও নায়েবে রাসুলগণ তাশরীফ আনবেন। অনুষ্ঠানে আমন্ত্রিত বরেণ্য আলেমেদ্বীন ও বিশিষ্ট শিক্ষাবিদগণ পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে মানবজাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে হেদায়েতি আলোচনা পেশ করবেন। মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক শওকী (মা.জি..) এক বিবৃতিতে জানিয়েছেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই জমহুরিয়া কামিল মাদ্রাসা এ অঞ্চলে ইলমে দ্বীনের মশাল জ্বালিয়ে আসছে এবং ইসলামের সুমহান আদর্শ প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি এই বরকতময় মজলিসে শরিক হয়ে রূহানী ফয়েজ ও বরকত হাসিলের জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লবের চট্টগ্রাম-১১ আসনে নির্বাচনী প্রচারণা
পরবর্তী নিবন্ধকলম প্রতীক নির্বাচিত হলে জনগণের ভাগ্যের চাকা ঘুরে যাবে