বারখাইন ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত বৃহস্পতিবার বিকালে ঝিবাশি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য বিজন চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নজরুল আনচারী মুজিব, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন হাবিবা, বারখাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী সাকিল, উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীন হেলাল।