বারইয়াহাট পৌর এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন বিএনপি ও ছাত্রদলের ২ নেতা।
বারইয়াহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন জানান, গত শুক্রবার রাতে পৃথক ঘটনায় উপজেলার হিংগুলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনকে ও বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেনকে কিছু দুর্বৃত্ত কুপিয়ে আহত করেছে। রাতেই তাদের উদ্ধার করে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বারইয়াহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন বলেন, বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এসব হামলার বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ নেয়া হবে।