চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় পাহাড় কাটার অভিযোগে মোঃ ফারুক হোসেন (৪৬) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।
রবিবার (৪ জানুয়ারি) রাতে থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করে বলা হয় রবিবার রাতে তাকে নগরীর চন্দ্রনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মোঃ ফারুক হোসেন (৪৬) হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন দক্ষিণ মাটিভাঙ্গা পৈকখালী এলাকার হাওলাদার বাড়ীর মৃত মোঃ রফিজ উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, চন্দ্রনগর চৌধুরীনগর আবাসিক এলাকা জামে মসজিদ রোডস্থ পশ্চিম দিকে শেষ মাথা সংলগ্ন (টিলা ভূমি) পাহাড় কাটা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
বায়েজিদ মোস্তামি থানা ওসি সনজয় কুমার সিনহা বলেন, অভিযুক্ত ঐ ব্যাক্তি অনুমতি ব্যতিরেকে পাহাড় কর্তন করে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ১২(১ক) (ক) ধারার শান্তি যোগ্য অপরাধ করেছে। অভিযুক্তের পাহাড় কর্তনের ফলে পরিবেশের মারাত্মক বিপর্যয়সহ অতিবৃষ্টিতে পাহাড় ধ্বসের ফলে প্রতিবছর মানুষের প্রাণহানীসহ ক্ষতিগ্রস্ত হয়।