ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। তাদের কাছ ছিনতাইকৃত মোবাইল, নগদ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি অটোরিঙা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন– মো. সুজন, মো. রবিউল হাসান, মো. শাহিন, মো. খালেদ মাহমুদ সালমান ও মো. মাঈনউদ্দিন। গতকাল মঙ্গলবার বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন, নগদ দুই হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিঙা জব্দ করা হয়।