বায়েজিদে ছাত্রদল ও যুবদল নেতার অনুসারীর মধ্যে সংঘর্ষ, আহত ২

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৮:১৪ পূর্বাহ্ণ

নগরের বায়েজিদ থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের সাবেক দুই নেতার অনুসারির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মেজবাহ উদ্দিন উজ্জ্বল ও সাইদুল নামে দুইজন আহত হয়েছেন। আহত উজ্জ্বলকে ছুরিকাঘাত করা হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করে। জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে নগর যুবদলের সাবেক সহপ্রচার সম্পদক মাহবুবুর রহমান ও ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক (বহিষ্কৃত) সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুলের অনুসারির মধ্যে এ সংঘর্ষ হয়েছে। আহত দুইজনই মাহবুব এর অনুসারি বলে পরিচিত।

জানা গেছে, আবাসিক এলাকাটিতে এক মহিলা কাঠের ব্যবসা করেন। গতকাল তার কাঠবাহী গাড়ি অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় বাধা দেয় সাইফুলের অনুসারিরা। তার ওই মহিলাকে মারধর করে। পরে মাহবুবের অনুসারীরা এর প্রতিবাদ জানায়। বিষয়টি নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে নিয়ে আসে। বায়েজিদ থানার ওসি (তদন্ত) মো. নুরুজ্জামান আজাদীকে বলেন, মহিলা থেকে ঘটনার সূত্রপাত। পরে আধিপাত্য বিস্তার নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়। একজন আহত হয়েছেন, তাকে ছুরিকাঘাত করা হয়। আমরা তিনজনকে আটক করে নিয়ে আসি।

এদিকে গত রাত ৯ টায় এ রিপোর্ট লেখাকালীন এ ঘটনায় কোনো মামলা হয়নি। তাই আটক তিনজনের নাম জানায়নি পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধহজ প্যাকেজ ঘোষণা আজ, কমবে খরচ : ধর্ম উপদেষ্টা