বায়েজিদে চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ মে, ২০২৪ at ১১:২৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া থেকে প্রাইভেটকারে করে চোলাই মদ নিয়ে নগরীতে প্রবেশকালে বায়েজিদ থানা পুলিশের হাতে ধরা পড়ে সাজ্জাদ হোসেন (২৩) নামে এক যুবক। অভিযানে গাড়ি তল্লাশি করে মিলে ৫০০ লিটার চোলাই মদ। পরে তাকে গ্রেপ্তারের পাশাপাশি চোলাই মদ ও পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করে পুলিশ।

সোমবার (২০ মে) রাত ১০টার দিকে বায়েজিদ বোস্তামি থানাধীন হাজীপাড়া সৈয়দ বাড়িস্থ আশেকানে আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, একটি প্রাইভেট কারযোগে রাঙ্গুনিয়া থেকে চোলাই মদ নিয়ে শহরের দিকে আসছে, এমন খবরে সোমবার রাতে বায়েজিদের ওয়াজেদিয়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ৯টার দিকে একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিলে চালক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে অক্সিজেন নয়ারহাট এলাকার দিকে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি ধাওয়া করে। এক পর্যায়ে হাজীপাড়া সৈয়দ বাড়ীস্থ আশেকানে আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার মাঠে গাড়ি থামিয়ে চালক পালানোর সময় স্থানীয়দের সহায়তা তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি আইন বিভাগের ফিমেল শাখার বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় কিশোরী প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রচার অভিযান