বায়তুশ শরফ মাদ্রাসায় পুলিশের অভিযান, ১৬ শিবিরি কর্মী আটক

আজাদী অনলাইন | বুধবার , ১৭ জুলাই, ২০২৪ at ১২:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে আন্দোলনে সংঘাত সৃষ্টির দায়ে শিবিরের ১৬ কর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসায় গোপন বৈঠকের সময় তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) কাজি মো: তারেক আজিজ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কোটা সংস্কার আন্দোলনে নাশকতার পরিকল্পনা করছিলো তারা। এমন তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানা পুলিশ বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসায় মিটিং করার সময় তাদের হাতে নাতে আটক করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির পাটোয়ারী আজাদীকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি কিছু শিবির কর্মী গোপন বৈঠকে কোটা আন্দোলনে নাশকতার পরিকল্পায় মিটিং করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধকোটা আন্দোলন ইস্যুতে মধ্যরাতে অব্যাহতি নেওয়ার ঘোষণা চুয়েট ছাত্রলীগ নেতার
পরবর্তী নিবন্ধনগরীতে সংঘর্ষে নিহত তিনজনের মরদেহ পুলিশ পাহারায় গ্রামে