নগরীতে হরতালের সমর্থনে পথসভায় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে চকবাজার থানার জিইসি মোড়ে চশমা বিতানের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে বামজোট আজ মঙ্গলবার বিকেল ৫টায় সিনেমা প্যালেস চত্বরে সমাবেশের ডাক দিয়েছে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা জানান, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ বামজোট আহুত দেশব্যাপী হরতালের প্রচারণাকালে সোমবার রাতে নগরীর জিইসির মোড়ে ছাত্রলীগ নেতাকর্মীরা বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের উপর হামলা চালান। এতে অশোক সাহা, শফিউদ্দিন কবির আবিদ, আল কাদেরী জয়, জাহেদুন্নবী কনক, অ্যানি সেন, নুনুচ্ছফা ভূঁইয়া, আকরাম হোসেন, রায়হান উদ্দিন, প্রীতম, নিলয়সহ প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন।
হরতালের সমর্থনে বাম জোট সোমবার বিকেল ৪টা থেকে ট্রাকে করে নগরের ১৫টি পয়েন্টে পথসভার আয়োজন করেছিল। ১৪টি পথসভা শেষ করে জিইসি মোড়ের কামাল স্টোরের সামনে এসে পথসভা শুরু করে। এ সময় ২০-৩০ জন তরুণ-যুবক এসে প্রথমে মাইক টেনে নামিয়ে ফেলে। ব্যানার ছিঁড়ে ফেলে। ট্রাকের একপাশে থাকা জোটের নেতাকর্মীদের বাঁশ দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে।
নুরুচ্ছফা ভূঁইয়া বলেন, আমাদের ছাত্র সংগঠনের কর্মীদের বেশি মারধর করেছে। আমরা প্রতিবাদ করতে গেলে তারা আমাকে টেনেহিঁচড়ে ট্রাক থেকে নামিয়ে ফেলে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে।












