বাবা

সাইকা রহিম মিম (৩২,৭৭২) | বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

যেদিন আমি ছোট ছিলাম

যুবক ছিলেন বাবা,

সেদিনটি আসবে ফিরে

যায় কি তা আজ ভাবা?

বাবার কাছেই হাঁটতে শিখি

শিখি চলাবলা,

সারাটি দিন কাটতো আমার

জড়িয়ে তার গলা।

বাবার হাতেই হাতেখড়ি

প্রথম পড়ালেখা,

বিশ্বটাকে প্রথম আমার

বাবার চোখেই দেখা।

পূর্ববর্তী নিবন্ধছোট ভাইটি
পরবর্তী নিবন্ধশীত