বাবা তুমি যেখানেই আছো, ভালো থেকো

হাবিবুল হক বিপ্লব | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৭:৪৮ পূর্বাহ্ণ

২০১০ এর এই সময় টায় বাবার সাথে কথা বলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কে জানতো এটাই বাবার সাথে শেষ দেখা শেষ কথা। পরদিন ২৩ মার্চ দুপুর ১ টায় আকাশ ভেঙ্গে পড়লো মাথায়, যখন ছোট ভাই বাবু ফোন করে বলল বাবা অসুস্থ, কেমন যেনো করছে। দ্রুত হাসপাতাল নিয়ে যেতে বললাম বাবা কে, বাসা থেকে হলি ক্রিসেন্ট হাসপাতাল যেতে পথেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমার ছোট ভাই ও মায়ের কোলে মাথা রেখে, জানানো হল আমাকে, বাবা নেই, আমার সারা পৃথিবী অন্ধকার হয়ে গেলো। আমি আর আমার পরিবার হারালাম আমাদের মাথার উপরের স্নেহ মমতার ছায়াটা। বাবা নেই আজ ১০ বছর হতে চলল। সবই আছে জীবনে, খাই দাই ঘুরি ফিরি তারপরও হৃদয়ের কোথায় যেনো অসীম শূন্যতা বয়ে চলেছি প্রতিনিয়ত। বাবা তুমি যেখানেই আছো, ভালো থেকো।

পূর্ববর্তী নিবন্ধভিআইপি সংস্কৃতি ও জনদুর্ভোগ
পরবর্তী নিবন্ধতুমি ভাবো – তুমি কী চাও?