বাবার চল্লিশার দিন পুকুরে ডুবে মারা গেল মেয়ে

দাওয়াতে এসে তার সঙ্গী হলো বান্ধবীও

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ফটিকছড়ির বক্তপুরে বাবার মৃত্যুর চল্লিশার দিন প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ও তার এক বান্ধবী পুকুরে ডুবে মারা গেছে। তারা হল উপজেলার বক্তপুর ইউপির মো. আজমের কন্যা তুমুর () এবং তার বান্ধবী ও জাহানপুর আব্দুর রশিদ সওদাগর বাড়ির মো. নাছিরের মেয়ে ওয়াজিহা ()। তুমুরের বাবা মো. আজম ৪০ দিন আগে মারা যান। তার সহপাঠী ওয়াজিহা এসেছিল বাবার চল্লিশার দাওয়াতে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বক্তপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের হিরাগাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, পরিবারের সবাই যখন চল্লিশার আয়োজন নিয়ে ব্যস্ত ওই সময় সবার অজান্তে তুমুর এবং ওয়াজিহা বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। পরে স্যান্ডেল সমেত দুজনের নিথর দেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তুমুরের চাচাতো ভাই সাইমন বলেন, আমার চাচা মারা গেছেন ৪০ দিন। সে উপলক্ষে আজ (গতকাল) ফাতিহার অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে সবার ব্যস্ততার ফাঁকে তারা পুকুরে গোসল করতে যায়। পরে শুনি তারা ডুবে মারা গেছে। ‘আমার চাচা নাই, বোনও নাই’ এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. নুরুল হুদা বলেন, উপজেলার বক্তপুর ইউনিয়নে পুকুরে ডুবে একই সঙ্গে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি মর্মান্তিক।

পূর্ববর্তী নিবন্ধবিপ্লব উদ্যানে স্থাপনা নির্মাণ বন্ধ না করলে আইনগত ব্যবস্থা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল তিন শ্রমিকের