বাবার কথা

অমিত বড়ুয়া | বুধবার , ৫ জুন, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

বাবার কথা ভীষণ মনে পড়ে

দুঃখ ব্যথা অশ্রু হয়ে ঝরে

কত বছর দেখি না সেই মুখ

তাইতো আমার দুঃখভরা বুক।

বাবা ছিল নির্ভরতার চাবি

বাবার কাছেই ছিল হাজার দাবি

বাবা ছাড়া কষ্টে কাটে দিন

বুকে বাজে দুখের ভায়োলিন।

বাবা ছাড়া জীবন অন্ধকার

বাবা ছাড়া বেঁচে থাকাই সার

বাবার দেখা কোথায় গেলে পাই

বাবা ছাড়া কোথাও কেউ নাই।

বাবারা ক্যান হঠাৎ চলে যায়

ফিরে পাওয়ার আছে কি উপায়?

বাবা ছাড়া সবই আছে ঘরে

বাবার জন্য মনটা কেঁদে মরে।

পূর্ববর্তী নিবন্ধবন্ধু
পরবর্তী নিবন্ধঅপুর দিদি দুর্গা হয়ে