টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ফাইনালের আগের দিন গতকাল শনিবার পাকিস্তান দল ঢাকায় এসে পৌঁছেছে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলবে তারা। দুবাই থেকে শনিবার সকাল ৮টার দিকে ঢাকায় পা রাখে পাকিস্তান দল। তবে দলের সঙ্গে আসেননি অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ শোয়েব মালিক। তারা ঢাকায় আসতে পারেন মঙ্গলবার। ক্রিকেটার-সাপোর্ট স্টাফ মিলিয়ে ২৭ জনের বহর বিমানবন্দর থেকে পৌঁছে গেছে হোটেলে। সেখানে কোভিড পরীক্ষা শেষে গতকালের দিনটিই কোয়ারেন্টিনে থাকার কথা তাদের। সবাই নেগেটিভ হলে আজ রোববার থেকেই অনুশীলন শুরু করবেন তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রায় পুরো দলটাকেই বাংলাদেশ সফরে রেখেছে পাকিস্তান। বিশ্বকাপ দলের চার রিজার্ভ ক্রিকেটারও আছেন এই সফরে। কেবল অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এই সিরিজ থেকে বিরতি নিয়েছেন স্বেচ্ছায়। বিশ্বকাপ দলের বাইরে থেকে যুক্ত করা হয়েছে অলরাউন্ডার ইফতিখার আহমেদকে। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সবশেষ ঢাকায় আসে ২০১৫ সালে। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান জয় পায় ১-০ ব্যবধানে। ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতে নেয় ৩-০ ব্যবধানে।