বাবরকে টি-টোয়েন্টি দলে ফিরতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৯:৩৪ পূর্বাহ্ণ

পাকিস্তানের টিটোয়েন্টি দলে যেন না থেকেও আছেন বাবর আজম। তিনি বাদ পড়ার পর যে কোনো সিরিজের দল ঘোষণার আগে ও পরে তাকে নিয়ে আলোচনা হয় তুমুল। এবারও যেমন হচ্ছে। সেটির জবাবও দিয়েছেন মাইক হেসন। পাকিস্তানের কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, টিটোয়েন্টি দলে ফিরতে হলে নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি করতে হবে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে পাকিস্তানের টিটোয়েন্টি দলে আর জায়গা পাননি বাবর। এশিয়া কাপের মতো বড় আসরে অভিজ্ঞতার জন্য তাকে ফেরানো হতে পারে বলে একটি ধারণা ছিল পাকিস্তানের ক্রিকেট আঙিনায়। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বাবর ও বাইরে থাকা আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান সুযোগ পাননি এশিয়া কাপেও। এই সংস্করণে পাকিস্তানের হয়ে রেকর্ড ১২৮ ম্যাচ খেলে ৪ হাজার ২২৩ রান করেছেন বাবর। পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যানের সাড়ে তিন হাজার রানও নেই। তবে বাদ পড়ার আগে টানা ১১ ইনিংসে ফিফটি ছিল না বাবরের। এমন নয় যে তিনি রানের খরায় ছিলেন। এই ১১ ইনিংসের ৭টিতেই পেরিয়ে গিয়েছিলেন ৩০। তবে এই সময়টায় তার স্ট্রাইক রেট ছিল ১১৯.১১। তার ক্যারিয়ার স্ট্রাইক রেটও এই সময়ের বিবেচনায় টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য খুব আদর্শ নয় (১২৯.২২)

এশিয়া কাপের দলে বাবরকে না রাখা নিয়ে প্রশ্নে সুস্পষ্ট উত্তরই দিলেন কোচ হেসন। তিনি বলেন কোনো সংশয় নেই যে, বাবরকে কিছু জায়গায় উন্নতি করতে বলা হয়েছে। যেমন, স্পিনের বিপক্ষে চড়াও হওয়া ও তার সামগ্রিক স্ট্রাইক রেটের ক্ষেত্রে। এই জায়গাগুলিতে উন্নতি করতে সে কঠোর পরিশ্রম করছে। এই মুহূর্তে আমাদের যে ক্রিকেটাররা আছে এখানে, তারা অসাধারণ পারফর্ম করছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মৎস্য খাতে টেকসই উন্নয়নের অঙ্গীকার
পরবর্তী নিবন্ধ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি