বাফুফে সাধারণ সম্পাদক সোহাগকে ২ বছর নিষিদ্ধ করলো ফিফা

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৬ এপ্রিল, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা। ফুটবল সম্পর্কিত কর্মকাণ্ডে আগামী দুই বছর নিষিদ্ধ থাকছেন নাইম। একই সঙ্গে বড় অংকের আর্থিক জরিমানাও করা হয়েছে তাকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। কেন এই শাস্তি সেই ব্যাখ্যাও দিয়েছে ফিফা।

ফিফা জানিয়েছে, বাফুফেকে দেওয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্যনথি ব্যবহার করেছেন আবু নাইম। সে কারণে তাকে ২ বছরের নিষেধাজ্ঞা ও বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এই শাস্তির ঘোষণা হঠাৎ করে আসেনি। অনিয়মের জন্য কিছুদিন আগেই ফিফা সদর দপ্তর জুরিখে ডেকে পাঠানো হয়েছিল বাফুফের এই কর্তাকে। তারপর তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফিফা। শাস্তির বিষয়টি আবু নাঈমকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে উল্লেখ করেছে ফিফা। একই সঙ্গে এই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাফুফে ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি)

ফিফার ইন্ডিপেন্ডেন্ট এথিকস কমিটির বিচারিক চেম্বারের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, তিনটি ধারা ভেঙেছেন আবু নাইম। এই তিনটি ধারা হলোধারা ১৫ (সাধারণ কর্তব্য), ধারা ১৩ (আনুগত্যের দায়িত্ব) ও ধারা ২৪ (জালিয়াতি ও মিথ্যাচার)

আবু নাইম ২০০৫ সালে বাফুফেতে ম্যানেজার কম্পিটিশন্স হিসেবে যোগ দেন। ২০১১ সালে বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী মারা গেলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি। ২০১৩ সালে দুই বছরের জন্য হন সাধারণ সম্পাদক। এরপর ধাপে ধাপে মেয়াদ বাড়ে তার।

পূর্ববর্তী নিবন্ধলাখ লাখ বছরের পুরনো ভাইরাস প্রতিরোধ করবে ক্যান্সার!
পরবর্তী নিবন্ধএকের পর এক অগ্নিকাণ্ডকে রহস্যজনক বলছেন ফখরুল