বাফুফে একাডেমি কাপে অংশ নিতে গেল রামপুর ফুটবল একাডেমি

| সোমবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত একাডেমি কাপে চট্টগ্রাম জেলার জোনাল চ্যাম্পিয়ন হয় রামপুর ফুটবল একাডেমি। চট্টগ্রামের গন্ডী পেরিয়ে এবার ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে বন্দর নগরীর দলটি। গতকাল রবিবার রামপুরা ফুটবল একাডেমি খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র আবদুস সবুর লিটন। এসময় তিনি খেলোয়াড়দের পরবর্তী ধাপের জন্য শুভকামনা এবং সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রতি ব্যক্ত করেন। দেশের ১৭০টি একাডেমি নিয়ে শুরু হয়েছিলো মাস ব্যাপি বাফুফে একাডেমি কাপ। গত ২৯ ডিসেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে সীতাকুন্ড প্রভাতী টিমকে ৬০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় রামপুরা ফুটবল একাডেমি। প্রথমবার বাফুফে কাপ খেলতে এসেই যেন চমক দেখিয়েছিলো রামপুরা ফুটবল একাডেমি।এবার চট্টগ্রাম পেরিয়ে ঢাকার মাঠিতে সাফল্য নিয়ে আসতে চায় বন্দর নগরীর দলটি। দলের কোচের দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আসাদুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ক্রিকেটের অফিসিয়াল জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধবিপিএল খেলতে পাঁচ দল এখন চট্টগ্রামে