বাফুফের লোগো নির্বাচনে ব্যবহার করা যাবে না

| শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৬:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামীকাল ২৬ অক্টোবর। এর আগেই সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ইমরুল হাসান। এই পদ ছাড়া বাকি সব পদে নির্বাচন হবে। সব প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সবাই নিজেদের প্রচারণায় বাফুফের লোগো ব্যবহার করছেন। বাফুফে এই বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন। কেউ ব্যক্তিগত স্বার্থের জন্য বাফুফের লোগো ব্যবহার করতে পারেন না। এই বিষয়ে প্রার্থীদের সতর্ক করেছে বাফুফে। প্রার্থীদের লোগো ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

পূর্ববর্তী নিবন্ধডিসি পার্ক থেকে পতেঙ্গা সি-বিচ পর্যটন জোন হিসেবে গড়ে তোলা হবে
পরবর্তী নিবন্ধনেপালে প্রিমিয়ার লিগে খেলবেন সাইফউদ্দিন