বাফওয়ার সাথে বিজিএমইএ হাসপাতালের চুক্তি স্বাক্ষর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

বিমান বাহিনীতে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারী ও তাদের পরিবারবর্গকে চিকিৎসা সেবা প্রদানের জন্য বাফওয়া আঞ্চলিক শাখা জহুরুল হকের সাথে নগরীর সল্টগোলাস্থ বিজিএমইএ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের চিকিৎসা টিমের সিনিয়র মেডিকেল অফিসার বহরের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সাজ্জাদ আহমেদ এ কে খাঁন জিলানী, গ্রুপ ক্যাপ্টেন এস এম আলমগীর, বাফওয়া জহুরের লিয়াজোঁ কর্মকর্তা ফ্লাঃ লেঃ সাবরিনা তাসনিম, বাফওয়া স্বাস্থ্যকেন্দ্র ‘সেবা’ এর চিকিৎসক আশরাফুন নেসা, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ হাসপাতাল বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান শাহাদাত মোশাররফ খাঁনসহ বিজিএমইএ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে গ্রুপ ক্যাপ্টেন সাজ্জাদ আহমেদ এ কে খাঁন জিলানী বলেন, এ চুক্তির ফলে বিমান বাহিনীর চতুর্থ শ্রেণীর কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার ভিত্তিতে বিজিএমইএ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার হতে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। তিনি ভবিষ্যতে বিজিএমইএ ও বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, বিজিএমইএর সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিজিএমইএ হাসপাতালের সেবা অব্যাহত রয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে পোশাক শিল্প সেক্টরের পাশাপাশি এতদঅঞ্চলের সাধারণ জনগণকেও সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এ হাসপাতালের সেবার মান উত্তরোত্তর বৃদ্ধির প্রেক্ষিতে স্থানীয় জনসাধারণের মাঝে সেবা নেয়ার আগ্রহও বেড়েছে। বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সাথে চিকিৎসা সেবা প্রদানের চুক্তির মাধ্যমে বিজিএমইএ হাসপাতালের ভাবমূর্তি আরো বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন। বিজিএমইএ হাসপাতাল থেকে চিকিৎসা সেবা প্রদানের চুক্তিপত্রে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির পক্ষে লিয়াজোঁ কর্মকর্তা ফ্লাঃ লেঃ সাবরিনা তাসনিম এবং বিজিএমইএ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে বিজিএমইএর সিনিয়র অতিরিক্ত সচিব (অফিসার ইনচার্জ) মোহাম্মদ মহসিন চৌধুরী স্বাক্ষর করেন।

পূর্ববর্তী নিবন্ধসৌদি প্রবাসী মোহাম্মদ আলমের সিআইপি মর্যাদা লাভ
পরবর্তী নিবন্ধঝালকাঠিতে লঞ্চে আগুন, ৩৬ জন পুড়ে অঙ্গার