বাপ্পারাজ ও সম্রাট সপরিবারে আক্রান্ত

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১০:৪৯ পূর্বাহ্ণ

স্ত্রী ও সন্তানসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রয়াত নায়করাজ রাজ্জাকের দুই ছেলে, চিত্রনায়ক বাপ্পারাজ ও সম্রাট। তাদের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জানান সম্রাট। আক্রান্তের তালিকায় নায়করাজের স্ত্রী খায়রুন্নেছা লক্ষী ছাড়া গুলশানের লক্ষ্মীকুঞ্জের বাসিন্দাদের মধ্যে বাপ্পারাজ ও সম্রাটের স্ত্রী, সন্তানসহ পুরো পরিবারের সদস্যরা রয়েছেন বলে জানান তিনি। খবর বিডিনিউজের।
সম্রাট বলেন, ‘আমাদের বাড়ি সিল করে দিয়েছি আমরা। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। আমাদের গায়ে জ্বর না থাকলেও দুর্বলতা রয়েছে। সবার কাছে দোয়া চাইছি।’ সতর্কতা হিসেবে নায়রাজের স্ত্রীকে লক্ষ্মীকুঞ্জের বাইরে তার এক আত্মীয়ের বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।
২০১৭ সালে নায়করাজের মৃত্যুর পর তার দুই ছেলে এখন তার ব্যবসা সামলাচ্ছেন; বেশ আগে থেকেই অভিনয় থেকে অনেক দূরে চলে গেছেন বাপ্পারাজ। বাবার মৃত্যুর পর সম্রাটও কাজ কমিয়ে দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআঁচল-আদরের ছবির শুটিং শেষ হলো সীতাকুণ্ডে
পরবর্তী নিবন্ধ‘ইচ্ছে দহন’