বান্দরবান সীমান্ত থেকে দুই গরু ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

| বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:১৫ পূর্বাহ্ণ

বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্ত থেকে দুই গরু ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সীমান্ত পিলার ৫৬ নম্বর এলাকার বড় আঘলা এলাকা থেকে তাদের অপহরণ করা হয় বলে জানায় পরিবার। অপহৃতরা হলেনউপজেলার সদর ইউনিয়নের বাজার এলাকার পশ্চিম পুকুর পাড়ার বাসিন্দা আব্দুস সালামের ছেলে আতিকুর রহমান (৩৫) এবং একই এলাকার বাসিন্দা নুরুল কবির ওরফে কালুমিয়ার ছেলে জসিম উদ্দিন (৫৫)। জসিম উদ্দিন সম্পর্কে আতিকুর রহমানের ভগ্নিপতি। খবর বিডিনিউজের।

এ ব্যাপারে মঙ্গলবার আলিকদম থানার ওসি নাসির উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, ‘দুই গরু ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবি আদায়ের বিষয়টি এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের মাধ্যমে জেনেছি। কিন্তু এখনও এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।’

অপহৃত আতিকুর রহমানের ছোট ভাই সাদ্দাম হোসেন বলেন, মিয়ানমারের চোরাকারবারীরা তার ভাই আতিকুর রহমান ও ভগ্নিপতি জসিম উদ্দিনকে গতকাল সন্ধ্যায় ধরে নিয়ে গেছে। তাদের ছেড়ে দিতে কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে উল্লেখ করে নাসির আরও বলেন, ‘চোরাকারবারীরা তাদের কাছে গরু বিক্রির টাকা পাওয়ার কথা। কিন্তু সেটি কোটি টাকা হওয়ার কথা নয়।’

কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম, মিয়ানমারের গরু চোরাকারবারীরা তাদের কাছে এক কোটি টাকা পায়। পাওনা টাকা আদায়ের জন্য তাদেরকে ধরে নিয়ে গেছে এবং অপহৃতদের মিয়ানমারের সীমান্তে ভিতরে পিয়ারী এলাকায় রেখেছে বলে শুনলাম।’

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অপহৃত ৪ কৃষকের মধ্যে ৩ জন ফিরেছে
পরবর্তী নিবন্ধশিশু-কিশোরদের প্রলোভন দেখিয়ে নিয়ে যৌন নিপীড়ন