বান্দরবান-মহেশখালী

ট্রাকের ধাক্কায় অটোরিক্সা চালক ও সিএনজি চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত

বান্দরবান ও মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

বান্দরবানে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক নিহত হয়েছেন। তার নাম শৈ চাউ মারমা (৩০)। তিনি কুহালং ইউনিয়নের থোয়াগ্যা পাড়া এলাকার কালচান মারমার পুত্র। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদরের বালাঘাটা মুসলিম পাড়া এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিক্সা চালক শৈ চাউ মারমা ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। সদর থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। মহেশখালী প্রতিনিধি জানান, মহেশখালীতে অদক্ষ চালকের বেপরোয়া গতির সিএনজিতে চাপা পড়ে এক ছাত্রী নিহত ও অপর ছাত্রী আহত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলার গোরকঘাটা জনতা বাজার সড়কের কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া দারুল কোরআন মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। নিহত মাদ্রাসা ছাত্রীর নাম তানজিনা আক্তার জুঁই মনি (৭)। সে মাইজ পাড়া গ্রামের মহিবুল্লার মেয়ে। আহত ছাত্রী মোনতাহা (৮) একই এলাকার প্রতিবেশী ওসমানের মেয়ে। এরা দুজনেই মাইজপাড়া দারুল কুরআন মাদ্রাসার ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় মহেশখালীর গোরকঘাটা-জনতা বাজার সড়কে দক্ষিণ দিক থেকে বদরখালীগামী একটি বেপরোয়া গতির সিএনজি মাইজপাড়া দারুল কোরআন মাদ্রাসার সামনে রাস্তা পারাপার রত দুই শিশুকে চাপা দেয়। এতে জুঁই মনিসহ দু’জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জুঁই মারা যায়। এছাড়া মোনতাহার অবস্থাও আশংকাজনক। তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেছে।
এদিকে দুর্ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসী ও আহত-নিহতদের স্বজনরা এমন ন্যক্কারজনক দুর্ঘটনার প্রতিবাদে রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঘাতক চালকের যথাযথ শাস্তির আশ্বাসে উত্তেজনা প্রশমনের চেষ্টা করে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড ও আদিনাথে পুণ্যার্থীর ভিড়
পরবর্তী নিবন্ধশেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু