বান্দরবান বাজারে কেএসপ্রু মার্কেটে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি দোকান।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান বাজারের কেএসপ্রু মার্কেটের একটি ইলেকট্রিক দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
আগুনে পুড়ে গেছে মার্কেটের কাপড়ের, ওষুধের, ইলেক্ট্রনিক্স, প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের ১২টি দোকান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা মিলে প্রায় দু ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এসময় আগুনে পার্শ্ববর্তী আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিস ইউনিটের সহকারী পরিচালক মো. কামাল জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক বলা সম্ভব না হলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।