বান্দরবান জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাংগঠনিক সভা

| শনিবার , ২৪ জুন, ২০২৩ at ৭:২১ পূর্বাহ্ণ

সেক্টর কমান্ডারস ফোরামমুক্তিযুদ্ধ’৭১ বান্দরবান পার্বত্য জেলা শাখার সাংগঠনিক সভা গত বুধবার সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র দাশের সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আলম ও মহাসচিব লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। সংগঠনের জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল পাশার সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র মজুমদার, বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাকিম চৌধুরী, আবুল কালাম মুন্না প্রমুখ। সভায় সংগঠনের কেন্দ্রীয় কনভেশন সফল করার প্রস্তুতি ও আগামী সেপ্টেম্বরে বান্দরবান জেলা সম্মেলন সম্পন্ন করা এবং জেলা কমিটির শুন্যপদ সমূহ কোঅপশনের মাধ্যমে পূরণের সিদ্ধান্ত নেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় মসজিদের গ্রিল ভেঙে চুরি
পরবর্তী নিবন্ধটিআইসিতে আনন্দী সঙ্গীত একাডেমির সঙ্গীতানুষ্ঠান আজ