বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যানকে সংবর্ধনা

| মঙ্গলবার , ১৭ ডিসেম্বর, ২০২৪ at ৪:০০ অপরাহ্ণ

দ্বিতীয়বারের মত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বান্দরবান সরকারি কলেজের অডিটোরিয়ামে বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাইকে সংবর্ধনা দেয়া হয়েছে।

১৫ ডিসেম্বর (রোববার) দুপুরে এ সংবর্ধনার আয়োজন করে বান্দরবান সরকারি কলেজ প্রশাসন।

কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয় বান্দরবান সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর থানজামা লুসাইকে। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধশিল্প ও সংস্কৃতির মাধ্যমে সুশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে এ্যাডভোকেসি প্রচারণা এবং প্রদর্শনী
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজন গ্রেপ্তার